সিটি করপোরেশন কর্তৃপক্ষ আরও জানায়, কিছু এলাকায় নতুন পানির পাইপলাইন স্থাপনের জন্য সড়ক কাটা হয়। আবার পাইপলাইন সংযোগ নেওয়ার পর নতুন করে আবার লাইনে ছিদ্র হয়ে পানি অপচয় হচ্ছে। সে সময় সড়কের ওপর পানি জমে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। 

সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরাবাজার এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সীমানা ঘেঁষে মাটি খুঁড়ে প্লাস্টিকের পাইপলাইন স্থাপনের কাজ করা হচ্ছে। মাটি খুঁড়ে সড়কের পাশেই রাখা হচ্ছে। মাটিগুলো চলাচলের সড়কে পড়ে পথ সরু হয়ে যাচ্ছে। বালুমাটিতে যানবাহনের চাকা পড়ে সেগুলো বাতাসে উড়ছে। এতে যানজটসহ নানা দুর্ভোগ এখন স্থায়ী রূপ নিয়েছে। 

সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর বলেন, পুরোনো পানির পাইপলাইনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক সময় পানি সড়কে উপচে পড়ছে। এতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পথচারী এবং বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। এসব পাইপলাইনগুলো মেরামত করার কিছুদিনের মধ্যে আবার সমস্যা দেখা দেয়। এ জন্য নতুন করে পাইপলাইন স্থাপন করা হচ্ছে।

রাস্তা খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ হয় বিষয়টি নিজেও স্বীকার করে আলী আকবর বলেন, আপাতত ক্ষতিগ্রস্ত পাইপলাইনগুলো মেরামত না করে নতুন করে প্লাস্টিকের পাইপলাইন স্থাপন করা হচ্ছে।