আওয়ামী লীগের ছাড় পেয়েও জামানত রক্ষা হয়নি জাপার রেজাউলের

মঈন উদ্দিন, জিয়াউল হক মৃধা ও রেজাউল ইসলাম ভূঁইয়াছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টিকে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। এই আসনে জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূঁইয়া লাঙ্গল প্রতীকে নির্বাচন করে জামানত হারাতে বসেছেন। একই অবস্থা হয়েছে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতাকারী আরও চার প্রার্থীর।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী ছিলেন সাতজন। স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে ৮৪ হাজার ৬৭ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

রেজাউল ইসলাম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব। তাঁর শ্বশুর জাতীয় পার্টির (রওশন এরশাদপন্থী) টানা দুবারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি ঈগল প্রতীকে ৫৫ হাজার ৪৩১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। রেজাউল ইসলাম লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৪০৮ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ১১৯টি। নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ পেতে হয়। সেই হিসাবে এখানে ১৮ হাজার ৬৩৯ ভোট না পাওয়া ৫ প্রার্থী জামানত হারাচ্ছেন। রেজাউলের পাশাপাশি বাকি চারজন হলেন—প্রয়াত সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে তৃণমূল বিএনপির প্রার্থী মাইনুল হাসান (৪ হাজার ৩১৮ ভোট), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আবুল হাসানাত (৯৯৪ ভোট), এনপিপির প্রার্থী মো. রাজ্জাক হোসেন (৩৭৯ ভোট) ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কদ্দুছ (৫২২ ভোট)।

আরও পড়ুন

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আরও তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা জামানত হারাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জাতীয় পার্টির প্রার্থী শাহনুল করিম ২০৪ ভোট, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মোবারক হোসেন ৩ হাজার ৩৭৮ ভোট ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আমজাদ হোসেন ২ হাজার ৮১৭ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।