৩ দফা দাবিতে রংপুরে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

তিন দফা দাবিতে রংপুরসহ দেশের তিন বিভাগে ধর্মঘট করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। এ জন্য ডিপো থেকে ট্যাংক-লরিগুলো ফিলিং স্টেশনে জ্বালানি তেল পৌঁছে দেয়নি। আজ সকালে রংপুর নগরের রেলস্টেশন এলাকায়ছবি: মঈনুল ইসলাম

তিন দফা দাবিতে বাংলাদেশ পেট্রলপাম্প মালিক সমিতির ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট চলছে রংপুরে। এ কারণে আজ সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন তেল কোম্পানির ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ আছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে এ ধর্মঘট পালন করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী।

আরও পড়ুন

পেট্রলপাম্প মালিক সমিতির নেতাদের দাবিগুলো হচ্ছে জ্বালানি তেলের বর্তমান মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে তেল বিক্রির কমিশন বাড়ানো, তেলের ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংক-লরির ভাড়া বাড়ানো এবং পেট্রলপাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল। কর্মসূচি চলাকালে দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তী সময়ে সারা দেশে এ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

ডিপো থেকে তেল উত্তোলন না করায় ফিলিং স্টেশনগুলোয় তেল সরবরাহ করা হয়নি। তবে পাম্পে মজুত থাকা তেল বিক্রি করা হচ্ছে। পাম্প থেকে তেলসংকটের কোনো খবর দুপুর ১২টা পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে ৫ আগস্ট রাতে দাম বাড়ানো হয় জ্বালানি তেলের। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য (১ লিটার) ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রল ১৩০ টাকা হবে।