দুর্ঘটনা রোধে শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ চালক চাই

চাঁদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন নিরাপদ সড়ক চাই–এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আজ শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ চালক চাই।’ আজ শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইলিয়াস কাঞ্চন সরকারের প্রতি এ দাবি জানান।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক জ্যেষ্ঠ সচিব মো. নুরুল আমিন। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে এই সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিসচার মহাসচিব লিটন এরশাদ ও নির্বাহী সদস্য রোকনুজ্জামান।

মো. নুরুল আমিন বলেন, ‘আমরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারি, সেটাই হবে নিরাপদ সড়ক। ইলিয়াস কাঞ্চন ২৯ বছর যাবৎ আন্দোলন করছেন, তারপরও সড়ক নিরাপদ হয়নি। প্রতিদিন দুর্ঘটনা বাড়ছে।’

এর আগে দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুরের যানবাহনশ্রমিক, চালক ও মালিকদের সঙ্গে সড়ক নিরাপত্তাবিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশেও প্রধান বক্তা ছিলেন ইলিয়াস কাঞ্চন। নিসচা চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সচিব আবদুল মান্নান।

আবদুল মান্নান বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে আমাদের আইন মানা ছাড়া আর বিকল্প কিছু নেই। যাঁরাই সড়কে নামবেন, চালক হোক আর পথচারী বা যাত্রী, তাঁদের অবশ্যই সচেতন থাকতে হবে।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী প্রমুখ।