শিক্ষার্থীদের সবার আগে ভালো মানুষ হওয়ার তাগাদা

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে নাটোরের আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে
ছবি: সোয়েল রানা

নাটোরে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নাটোরের আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সব সময় নক্ষত্রের মতো জ্বলে থাকার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সবার আগে ভালো মানুষ হওয়ার তাগিদ দিয়েছেন।

আজ সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কৃতী শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসে। সকাল সোয়া ১০টায় বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

নাটোর বন্ধুসভার সভাপতি আনাস আওরিয়া ও এনএস সরকারি কলেজের সহকারী অধ্যাপক সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন। আরও বক্তৃতা করেন বড়াইগ্রামের মেরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেফালী বেগম। যিনি নাটোরের ‘অ্যাম্বুলেন্স আপা’ নামে বেশি পরিচিত। তিনি বলেন, ‘তোমরা ডাক্তার-ইঞ্জিনিয়ার যা–ই হও, সবার আগে ভালো মানুষ হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা। আজ শনিবার সকালে নাটোরের আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে
ছবি: প্রথম আলো

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে শেফালী বেগম বলেন, ‘আমার স্কুলের সামনে আমার এক ছাত্রীর বাবা দোকানদারি করতেন। ক্লাস চলাকালে তিনি এক দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত অ্যাম্বুলেন্স সংগ্রহ করতে না পারার কারণে তাঁর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তখনই আমি বেতনের টাকা জমিয়ে অ্যাম্বুলেন্স কেনার সিদ্ধান্ত নিই। এতে আমার স্বামীও সহযোগিতা করে। তিন বছরের মাথায় অ্যাম্বুলেন্স কিনি। সেই অ্যাম্বুলেন্স দিয়ে বিনা পয়সায় গ্রামের রোগীদের উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করা হয়।’

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগিতা করেছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

জাতীয় সংগীত গাইছে কৃতী শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজশাহী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুবিধ কুমার মৈত্র, দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক প্রমুখ। ‘মিথ্যা’,  ‘মুখস্থ’ ও ‘মাদক’কে না বলার অঙ্গীকার করান প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো মানুষ হতে হলে তোমাদের বেশি বেশি বই পড়তে হবে। নিজেকে সব সময় নক্ষত্রের মতো জ্বলতে হবে।

আরও পড়ুন

কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তৃতা করে নাজমুস সাকিব ও শাহানুর খাতুন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সংগীত ও নৃত্য পরিবেশন হয়। নৃত্য পরিবেশন করে ‘ধীন তা না না শিল্পগোষ্ঠী।’ শিশুশিল্পী আমিরা ও অমিমার বউ সেজে অপর এক শিশু মঞ্চে নাচ শুরু করলে করতালিতে মুখর হয় আশপাশ। পূজা সরকারের নাচও সবার নজর কেড়েছে। অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন বিটিভির তালিকাভুক্ত শিল্পী সাহেদ মাহমুদ, সেলিম রেজা ও সুমন সরকার।

আরও পড়ুন