ভোলায় বাসশ্রমিক ও অটোরিকশার চালকদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ, সব রুটে চলাচল বন্ধ
ভোলার চরফ্যাশনে বাসশ্রমিক ও অটোরিকশাচালকদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চরফ্যাশন বাজারে এ ঘটনা ঘটে।
এর প্রতিবাদে ভোলা-চরফ্যাশন রুটসহ ভোলা শহর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে তারা অটোরিকশা চলাচলও বন্ধ করে দিয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বাসশ্রমিক ও অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় চরফ্যাশন বাজারে যানবাহনে যাত্রী তোলা নিয়ে বাসশ্রমিক ও অটোরিকশাচালকদের মধ্যে কথা-কাটাকাটি, যাত্রী টানাহেঁচড়া, হাতাহাতির ঘটনায় মো. ইমন নামের এক অটোরিকশাচালকের মাথায় আঘাত লাগে। বাসশ্রমিকদের অভিযোগ, অটোরিকশার চালকেরা আগে তাঁদের ওপর হামলা করেছেন। হাতাহাতি ও মারধরের ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হন। এরপর বাসশ্রমিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন।
বাসশ্রমিকেরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রাতে ও আজ সোমবার ভোরে বিক্ষোভ মিছিল করে দূরপাল্লায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবি করেন। আজ সকালে তাঁরা ১১টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে বাসস্ট্যান্ডে রাখেন।
এ কারণে আজ সকালে ভোলা-চরফ্যাশন (ভায়া দক্ষিণ আইচা), চরফ্যাশন-দক্ষিণ আইচা, ভোলা-তজুমদ্দিন, ভোলা-ইলিশা, ভোলা-দৌলতখান, ভোলা-বাবুরহাট এবং ভোলা-আঞ্জুরহাট রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে না। ভোগান্তিতে পড়েছেন এসব রুটের যাত্রীরা।
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বলেন, চরফ্যাশন বাজারে যাত্রী ওঠানোর সময় অটোরিকশার শ্রমিকেরা বাসের চালক ও টিকিট মাস্টারের ওপর হামলা চালান। এ ঘটনার বিচার ও আঞ্চলিক সড়কে অটোরিকশা চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত তাঁরা বাস চালাবেন না।
এ সম্পর্কে ভোলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, ‘চরফ্যাশনে যাত্রী তোলা নিয়ে বাস ও অটোরিকশার শ্রমিকদের মধ্যে হাতাহাতি হয়েছে। ওরা দলবল ভারী করে তাঁদের শ্রমিকদের ওপর হামলা করেছেন। উল্টো বাস ধর্মঘট করেছেন। আমরা অটোরিকশা নিয়ে সড়কে নেমেছি, আমাদের ১১টি অটোরিকশা আটক করে রেখেছে। নিজেরা যাত্রী টানছে না, আমাদের টানতে দিচ্ছে না। বাসশ্রমিকেরা যাত্রী ভোগান্তির মূল কারণ।’
এদিকে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমাধানের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ভোলা বাস মালিক সমিতির ডিপোর প্রধান অসীম বাবু বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক আজাদ জাহান তাঁদের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমঝোতা বৈঠকের জন্য ডেকেছেন। আশা করা যায়, বৈঠকে তাঁদের দাবি আদায় হবে।