কুয়াশা কমায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চালু

আজ শনিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ এবং আরিচা-কাজিরহাট নৌপথে যথাক্রমে সাড়ে তিন ঘণ্টা ও পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলছবি: প্রথম আলো

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার তা চালু হয়েছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল ১০টা থেকে এবং আরিচা-কাজিরহাট নৌপথে বেলা ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে এই দুই রুটে যথাক্রমে সাড়ে তিন ঘণ্টা ও পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, আজ ভোররাত থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার কারণে ফেরি, লঞ্চসহ অন্য নৌযান চলাচলও ব্যাহত হয়। কুয়াশা অতিরিক্ত বেড়ে গেলে সকাল ছয়টা থেকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথ থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আরিচা থেকে ছেড়ে যাওয়া একটি বড় ফেরি মাঝ যমুনা নদীতে আটকা পড়ে। প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা ১১টার দিকে কুয়াশা কেটে গেলে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

আরও পড়ুন

অপর দিকে কুয়াশায় গুরুত্বপূর্ণ আরেক নৌপথে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হয়। অতিমাত্রায় কুয়াশার কারণে আজ সকাল সাড়ে ছয়টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি কেরামত আলী মাঝ নদীতে আটকা পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

সকালে সরেজমিন দেখা যায়, সকাল ১০টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট থেকে ভাষা শহীদ বরকত ও চন্দ্র মল্লিকা নামে দুটি ফেরি পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এরপর দৌলতদিয়ার ৪ ও ৩ নম্বর ঘাট থেকেও ফেরি ছাড়তে শুরু করে। কুয়াশায় ফেরি বন্ধ থাকায় নদী পাড়ি দিতে ঘাটে যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি পণ্যবাহী ও কিছু ব্যক্তিগত গাড়ি অপেক্ষা করতে থাকে। কুয়াশায় ফেরি বন্ধ থাকলেও ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার হতে দেখা যায়। এ ছাড়া ফেরি ছাড়ার আগেই লঞ্চ চললে প্রতিটি লঞ্চে যাত্রী বোঝাই দেখা যায়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, এই মৌসুমে ২১ দিন কুয়াশার কারণে এ দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। আগের মতো যানবাহনের চাপ না থাকায় সাময়িক সময়ের জন্য আটকে পড়া যাত্রী ও যানবাহনের চালকদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এর আগে গতকাল শুক্রবার সকালে এ দুই নৌপথে এক ঘণ্টার মতো ফেরি বন্ধ ছিল।