‘এ বছর পথম কম্বল পালাম, ভালুই লাগছে’

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এর পরও কেউ এসেছেন ক্রাচে ভর দিয়ে, আবার কেউ হুইলচেয়ারে। হাতে কম্বল তুলে দিতেই বয়স্ক অসহায় এসব নারী-পুরুষের মুখে হাসি ফোটে। এর মধ্যে কুমারখালীর যদুবয়রা গ্রামের ছাইমানি খাতুন একজন। বয়স তাঁর ১০০ বছরের কাছাকাছি। লাঠিতে ভর দিয়ে আসা ছাইমানি বলেন, ‘দুই বছর আগে মাজায় ব্যথা হইয়ি কষ্টে বাড়িত শুয়ি ছিনু। কম্বল পাইয়ি খুব ভালো লাগছে। শীত খুউব বেশি। ভালো হইলো।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুই দিনে কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার দুটি গ্রামে ২০০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ১০৫টি কম্বল বিতরণ করা হয়। সেখানে একটি এতিমখানায় ৩৫ জনকে এবং গ্রামের অসহায় ৭০ জন মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় স্থানীয় সমাজসেবী প্রকৌশলী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি এলাকাবাসীর পাশে থাকার জন্য প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

এ ছাড়া কুষ্টিয়া শহরের কয়েকটি ছাত্রাবাসে গৃহপরিচারিকার কাজ করা অসহায় নারী ও ছিন্নমূলসহ ২০ জনকে কম্বল দেওয়া হয়।

কুষ্টিয়া সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে একটি এতিমখানায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

এর আগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামে হতদরিদ্র ও অসহায় ৭৫ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অনিক মামুনসহ বন্ধুসভার সদস্যরা।

লাঠিতে ভর দিয়ে সেখানে কম্বল নিতে এসেছিলেন আরেক প্রবীণ আত্তাব উদ্দীন শেখ। তাঁরও বয়স ১০০ বছরের কাছাকাছি। তিনি বলেন, ‘শীত ইবার বেশিই পড়চে। খুব কষ্ট হয়। এই শীতে এ বছর পথম কম্বল পালাম, ভালুই লাগছে। কম্বল বেশ নরম আছে।’

আরও পড়ুন

এর আগে বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি ঘুরে শীতার্ত মানুষের তালিকা তৈরি করে স্লিপ বিতরণ করেন। সেই স্লিপ নিয়ে শীতার্ত ও বয়স্ক নারী-পুরুষেরা কম্বল নিতে হাজির হন। দুই উপজেলাতেই কম্বল বিতরণকাজের সমন্বয় করেন প্রথম আলো কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, বন্ধুসভার সদস্য জসিম উদ্দিন, আহাদ হোসেন, মিমি আখতার ও বন্যা বিশ্বাস।

প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে বয়স্ক অসহায় নারী-পুরুষের মুখে হাসি ফোটে। সোমবার কুমারখালীর যদুবয়রা গ্রামে
ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের এই উদ্যোগে সহযোগিতা করছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড (কনকা)। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অনুদানের টাকায় কেনা কম্বল অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল

হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।