বেনাপোলে ভারতফেরত তরুণের করোনা শনাক্ত

করোনাভাইরাস
প্রতীকী ছবি

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতফেরত সাদ্দাম শেখ (১৯) নামের বাংলাদেশি এক তরুণের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তাঁর শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।

এটি নতুন ভ্যারিয়েন্ট (ধরন) বিএফ–৭ কি না, তা শনাক্তের জন্য আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

সাদ্দাম শেখ খুলনার দৌলতপুর উপজেলার বাসিন্দা। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর ভ্রমণ ভিসা নিয়ে সাদ্দাম শেখ ভারতের হায়দ্রাবাদ শহরে যান। ভ্রমণ শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল হয়ে তিনি দেশে ফেরেন। এ সময় র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেন ওয়ার্ডে রাখা হয়েছে।

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, অ্যান্টিজেন পরীক্ষায় প্রাথমিকভাবে ওই তরুণের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনার ধরন শনাক্ত করার জন্য আরটি পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষা করা হবে। যদি নতুন ধরন বিএফ–৭ শনাক্ত হয় তাহলে তাকে ঢাকায় পাঠানো হবে।