আমেরিকার সঙ্গে তলেতলে সম্পর্ক ভেস্তে গেছে সরকারের: বিএনপি নেতা আজিজুল বারী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে নগর ও জেলা বিএনপি। নগরের কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে শুরু হয়ে মিছিলটি সার্কিট হাউস এলাকায় গিয়ে শেষ হয়। সোমবার বিকেলে
ছবি: প্রথম আলো

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী বলেছেন, আমেরিকার সঙ্গে তলেতলে সম্পর্ক ভেস্তে গেছে সরকারের। আওয়ামী লীগের উন্নয়নের থলের বিড়াল বেরিয়ে গেছে। সরকার চরম বার্তা পেয়েছে, ক্ষমতা তাদের ছাড়তেই হবে। খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতেই হবে। যাঁরা আমেরিকায় টাকা পাচার করে বিত্তবৈভবের মালিক হয়েছেন, তাঁদেরও বিচার করতে হবে।

খুলনায় বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আজিজুল বারী এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় সোমবার বিকেলে নগরের কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে ওই সমাবেশের আয়োজন করে খুলনা মহানগর ও জেলা বিএনপি।

সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি শুরু করেছে মন্তব্য করে আজিজুল বারী বলেছেন, খালেদা জিয়া কেবল সাবেক সফল প্রধানমন্ত্রীই নন, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রী। আজ তাঁর জীবন সংকটাপন্ন অবস্থায়। সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে দেশের জনগণ ‘নিশিরাতের সরকারকে’ ক্ষমা করবে না। পরিণাম চরম খারাপ হবে। খালেদা জিয়ার জীবন নিয়ে হাসি-তামাশা বন্ধ করার জন্য সরকারপ্রধান ও সরকারের মন্ত্রিপরিষদকে আহ্বান জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তারেক রহমানের নেতৃত্বে আছে গণতন্ত্রের পক্ষের শক্তি আর ফ্যাসিবাদী সরকারের পক্ষে আছে গণতন্ত্রবিরোধী পক্ষ। তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়াকে মুক্ত করতে দেশের মানুষ রাজপথে নেমে এসেছে। শিগগিরই দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিতাড়িত করবে। বর্তমান সরকার ও অবৈধ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ডাকে গণতন্ত্রকামী জনগণ দেশের রাজপথ দখলে নিয়েছে। অবৈধ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপারমাত্র।

আরও পড়ুন

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম এ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম  মনিরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, বিএনপি নেতা তরিকুল ইসলাম, আবু হোসেন, খান জুলফিকার আলী, স ম আ রহমান, সাইফুর রহমান, রেহেনা ঈসা, নুরুল হাসান, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম, মোস্তফাউল বারী, আবুল কালাম প্রমুখ। সমাবেশ শেষে খালেদা জিয়া মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়, মিছিলটি সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।