শের-ই–বাংলা মেডিকেলের মেডিসিন ভবনে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে হাসপাতালের পূর্ব পাশের মেডিসিন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বেলা ১১টার দিকে সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনটির ভেতরের অংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বলেন, আজ সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের নিচতলায় আগুন লাগে। জায়গাটি হাসপাতালের গুদাম হিসেবে ব্যবহার করা হতো। সেখানে হাসপাতালের ব্যবহৃত চাদর, তোশক, বালিশের কভারসহ বিভিন্ন ধরনের মালামাল রাখা হতো। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। মেডিসিন ভবনের নিচতলা থেকে দাহ্য পদার্থগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনের গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ধোঁয়া ভবনের ভেতরে ছড়িয়ে পড়েছে।