ট্রেনে জন্ম নেওয়া শিশুকে উপহার দিলেন রেলমন্ত্রী

ট্রেনে জন্ম নেওয়া শিশুকে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের পক্ষ থেকে দেওয়া উপহারসামগ্রী মা স্বর্ণা আক্তারের হাতে তুলে দিচ্ছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে
ছবি: প্রথম আলো

খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতে জন্ম নেওয়া নবজাতকটির জন্য রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপহারসামগ্রী পাঠিয়েছেন। শিশুটির মা স্বর্ণা আক্তার ও বাবা ইয়াসিন আরাফাতের জন্যও উপহার পাঠিয়েছেন তিনি। উপহার হিসেবে তাঁদের নতুন পোশাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আজ মঙ্গলবার দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপকের কক্ষে নবজাতক শিশুর মা স্বর্ণা আক্তার ও স্বর্ণার ভাই ইসতিয়াক আহমেদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন। এ সময় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান তাঁরা।

অসীম কুমার তালুকদার জানান, ট্রেনের বগিতে সন্তান প্রসবের খবরটি রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নজরে এসেছে। এরপর এই শিশু ও তার বাবা-মাকে উপহারসামগ্রী দিতে তিনি টাকা পাঠিয়েছেন। সেই টাকায় উপহারসামগ্রী কিনে দেওয়া হলো।

আরও পড়ুন

স্বর্ণা আক্তারের বাড়ি ঝিনাইদহের মহেশপুরের পান্থপাড়া ইউনিয়নের ঘুগরী গ্রামে। তাঁর স্বামী ইয়াসিন আরাফাত সৌদি আরবপ্রবাসী। সন্তান প্রসবের জন্য গতকাল সোমবার সকালে ঝিনাইদহ থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে স্বর্ণাকে রাজশাহী আনা হচ্ছিল। তাঁরা ছিলেন ‘ঙ’ বগিতে। পোড়াদহ স্টেশন পার হওয়ার পর হঠাৎ ট্রেনের মধ্যেই স্বর্ণার প্রসবব্যথা শুরু হয়। দিশাহারা হয়ে পড়েন সঙ্গে থাকা তাঁর স্বজনেরা। রেলের কর্মীরা বিষয়টি জানতে পেরে মাইকিং করতে থাকেন। ট্রেনে কোনো চিকিৎসক আছেন কি না, জানতে চান। মাইকিং শুনে ট্রেনের অন্য বগিতে থাকা ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নবজাতক ও শিশুবিশেষজ্ঞ চিকিৎসক নাজনীন আক্তার ‘ঙ’ বগিতে ছুটে আসেন। তিনি দ্রুত কাপড় দিয়ে ওই নারীকে ঘিরে ফেলতে বলেন। এ সময় ট্রেনে থাকা অন্য নারীরা শাড়ি বের করে ট্রেনের তিনটি আসন ঘিরে ফেলেন এবং সেখানে নারী যাত্রীদের রেখে সব পুরুষ যাত্রীকে সরিয়ে দেন। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ওই চিকিৎসকের সহযোগিতায় স্বর্ণা আক্তার ফুটফুটে এক ছেলেসন্তানের জন্ম দেন। পুরো ট্রেনে তখন স্বস্তি ফিরে আসে।

আরও পড়ুন

ট্রেনটি দুপুরে রাজশাহীতে পৌঁছার পর রাজশাহী স্টেশনে অপেক্ষায় থাকা বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার মা ও নবজাতককে উপহার দিয়ে বরণ করেন। পরে মা ও নবজাতককে রাজশাহীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

আরও পড়ুন