বিএনপির ভোট চাওয়ার মুখ নেই বলেই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: খাদ্যমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ দুপুরে
ছবি: প্রথম আলো

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো উন্নয়ন করেনি। তারা শুধু নিজেদের উন্নয়ন করেছে। আর যখন ক্ষমতায় থাকে না, তখন উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের ভোট চাওয়ার মুখ নেই বলেই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।

আজ শনিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি পারভিন আক্তার।

আরও পড়ুন

এই সম্মেলনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, নৌকা উন্নয়নের মার্কা। নৌকার সরকার ক্ষমতায় ছিল বলে দেশের উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়নের কথা ভুলে গেলে চলবে না। আগামী নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের কথা বলতে হবে।

আরও পড়ুন

আগামীকাল থেকে টিসিবির কার্ডে এক কোটি মানুষকে অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে পাঁচ কেজি চাল বিতরণ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। নারীদের উন্নয়নে তিনি যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছেন। নারীদের তিনি মর্যাদার আসনে বসিয়েছেন। আগামী নির্বাচনে নারীরা ভোট দিয়ে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

আরও পড়ুন

নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

আরও পড়ুন