হাতিয়ার মেঘনায় নৌকাডুবির সাড়ে ১৪ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া শ্রমিক মো. শাহজাহানের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার আঠারবেকী–সংলগ্ন মেঘনা নদী থেকে স্থানীয় জেলেদের সহায়তায় কোস্টগার্ড লাশটি উদ্ধার করে।

নিহত মো. শাহজাহান (৪০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষিশ্রমিক ছিলেন।

গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে ঢেউয়ের কবলে পড়ে ২৫ যাত্রীকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। তাঁদের মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শাহজাহান নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন

কোস্টগার্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নৌকাডুবির ঘটনার পর তাৎক্ষণিক পার্শ্ববর্তী এলাকার মাছ ধরার একটি ট্রলারের জেলেদের সহায়তায় ২৪ যাত্রীকে উদ্ধার করা হয়। তখন নিখোঁজ থাকেন মো. শাহজাহান। তাঁকে উদ্ধারে কোস্টগার্ড ও জেলেরা দীর্ঘ সময় ধরে চেষ্টা করলেও উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আজ সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড। সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে আঠারবেকী–সংলগ্ন মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখা যায়। পরে নদীতে থাকা জেলেদের সহায়তায় কোস্টগার্ডের সদস্যরা সেখান থেকে লাশটি উদ্ধার করেন। পরে লাশটি নিখোঁজ শ্রমিক শাহজাহানের বলে শনাক্ত করেন স্থানীয় বাসিন্দারা।

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার প্রথম আলোকে বলেন, শনিবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহটি হস্তান্তর করে।