সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী যুবদল কর্মী হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির জন্য গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। আজ বুধবার বিকেলেছবি: প্রথম আলো

দুই বছর আগে নারায়ণগঞ্জে গুলিতে যুবদল কর্মী শাওন আহমেদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন। গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় যুবদল কর্মী শাওন আহমেদ গুলিতে নিহত হন। ওই ঘটনায় গত ২১ অক্টোবর নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, লিয়াকত হোসেন, সাবেক জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সাবেক জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে আসামি করে হত্যা মামলা করা হয়। নিহত শাওনের বড় ভাই মিলন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, যুবদল কর্মী শাওন আহমেদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৫ আগস্ট গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রূপগঞ্জ থানায় করা স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন