খুলনায় সুশিক্ষিত ও সুনাগরিক হওয়ার অঙ্গীকার করল কৃতী শিক্ষার্থীরা

শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আজ সকালে খুলনার আযম খান কমার্স কলেজ মাঠেছবি: সাদ্দাম হোসেন

শুধু ভালো ফলাফল নয়, পাশাপাশি সুশিক্ষিত ও সুনাগরিক হয়ে দেশ ও মানুষের সেবা করার অঙ্গীকার করেছে খুলনায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দেড় হাজারের বেশি শিক্ষার্থী। আজ শনিবার খুলনার আযম খান কমার্স কলেজ মাঠে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ অঙ্গীকার করে তারা।

আজ সকাল ১০টার দিকে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনার এই আড়ম্বর আয়োজন। এর আগে সকালেই সংবর্ধনাস্থল মুখর হয় হাজারো শিক্ষার্থীর পদচারণে। আনন্দ আয়োজনের মধ্যে শিক্ষার্থীদের ভবিষ্যতের পথচলার জন্য নির্দেশনামূলক বক্তব্য দেন গুরুজনেরা।

সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, ‘জীবনের একটি ধাপে তোমরা সফল হয়েছ, এ জন্য তোমাদের কৃতী সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যৎ জীবনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শুধু শিক্ষিত হলেই চলবে না, সুশিক্ষিত ভালো মানুষ হতে হবে। নিজেদের জয়ের মাধ্যমে দেশকে জয়ী করতে হবে।’ মাদক, মুখস্থ ও মিথ্যাকে না বলতে শিক্ষার্থীদের অঙ্গীকার করান তিনি।

আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র মণ্ডল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা ভাগ্যবান। তোমরা তোমাদের সাফল্যের প্রেরণা পাচ্ছ, যা আমরা পাইনি। ভবিষ্যতে তোমরা জীবনের লক্ষ্য নির্ধারণ করে আরও সাফল্য বয়ে নিয়ে আসবে, এটা আমাদের প্রত্যাশা।’

মাদক, মুখস্থ এবং মিথ্যাকে না বলতে শিক্ষার্থীদের অঙ্গীকার করান প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ
ছবি: সাদ্দাম হোসেন

মেয়ে নাজিয়া মিমকে নিয়ে উৎসবে এসেছেন খুলনার ইকবালনগর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন। মেধাবী এত শিক্ষার্থীর সঙ্গে তাঁর মেয়েও সংবর্ধনা পাচ্ছে, এতে নিজে আনন্দ পাওয়ার কথা জানান তিনি। তিনি বলেন, শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের বক্তব্য থেকে অনুপ্রেরণা পেয়েছে তাঁর মেয়ে।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে কুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান শিবেন্দ্র শেখর সিকদার বলেন, ‘আজ তোমাদের জন্য একটি গৌরবের দিন। তবে এই গৌরবকে ধরে রাখার জন্য তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সর্বাগ্রে লাল-সবুজের জয় দেখতে চাই।’

সংবর্ধনা অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আজ সকালে খুলনার আযম খান কমার্স কলেজ মাঠে
ছবি: সাদ্দাম হোসেন

অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে কবিতা ও গান পরিবেশন করেন খুলনা বন্ধুসভার সদস্যরা। আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র মণ্ডল কবিতা আবৃত্তি করে শোনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো খুলনা বন্ধুসভার সভাপতি তুহিন রায়। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সংবর্ধনা অনুষ্ঠানের সহযোগিতা করে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

আরও পড়ুন