নারায়ণগঞ্জে মিউজিক স্টুডিওতে এসি বিস্ফোরণে দগ্ধ যুবক মারা গেছেন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি মিউজিক স্টুডিওতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে দগ্ধ যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম রেজওয়ানুর রহমান ওরফে ভাবন (২২)। তিনি সংগীত পরিচালক ও সুরকার ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সদর উপজেলার লালপুর এলাকার শিল্পী এস এম শামীমের বাসভবনে ‘মার্ক লেবেল’ নামে একটি মিউজিক স্টুডিও আছে। সেখানে গান ও ভিডিও রেকর্ডিংয়ের কাজ চলে। গত সোমবার বেলা ১টার দিকে মিউজিক স্টুডিওতে হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরিত হয়। তখন স্টুডিওর ভেতরে রেজওয়ানুর ও তাঁর বন্ধু মো. মাহিম ছিলেন।
নিহত ব্যক্তির বাবা এস এম শামীম জানান, তাঁর ছেলে রেজওয়ানুর ও বন্ধু মাহিম স্টুডিওতে গিয়ে এসির সুইচ অন করা মাত্র বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেজওয়ানুর ও বন্ধু মাহিম দগ্ধ হন। রেজওয়ানুরের শরীরের ৪৫ শতাংশ ও মাহিমের ১০ শতাংশ পুড়ে যায়। স্টুডিওতে লাগানো এসিটা পুরোনো ছিল। এ কারণে হয়তো বিস্ফোরণ হয়।
শামীম আরও বলেন, বিস্ফোরণে জানালার কাচ উড়ে গিয়ে তিনিসহ পরিবারের আরও চারজন আহত হন। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় রেজওয়ানুর ও মাহিমকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রেজওয়ানুর মারা যান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, এসি বিস্ফোরণে দগ্ধ রোগীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।