রংপুর সিটি নির্বাচনে আ.লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী লতিফুরকে দল থেকে বহিষ্কার

লতিফুর রহমান
ছবি: প্রথম আলো

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি লতিফুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজ শুক্রবার বিকেলে তাঁকে বহিষ্কার করে রংপুর মহানগর আওয়ামী লীগ।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন নির্বাচনে অনেকেই প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু উন্নয়নের স্বার্থে হোসনে আরা লুৎফা ওরফে ডালিয়াকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন দলীয়প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পরামর্শ করে লতিফুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে রংপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান মনোনয়ন প্রত্যাহার করে নেন। কিন্তু লতিফুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেননি। এ জন্য শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজ তাঁকে বহিষ্কার করল মহানগর আওয়ামী লীগ।

এ বিষয়ে সদ্য বহিষ্কার হওয়া লতিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমি দলের মনোনয়ন চাইনি। শুরু থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে এসেছি। দলীয় পদ কিংবা পরিচয়ও কোথাও দেওয়া হচ্ছে না।’

আরও পড়ুন