বাসে আগুন দিয়েই সটকে পড়েন যুবক, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে বাসে আগুনছবি: শাহ হুসেইন আনসারি নামের ফেসবুক আইডি থেকে

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় আগুনে পুড়ে যায় একটি বাস। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বাসটিতে আগুন লাগিয়ে দেন এক যুবক। এরপর সটকে পড়েন তিনি।

ভিডিওতে দেখা যায়, সাদা ফুলশার্ট পরিহিত এক তরুণ রাস্তায় চলাচলরত রিকশা ও অটোরিকশা ডিঙিয়ে বাসটির কাছে যান। এরপর বাসের পেছনের আসনে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই সেখান থেকে সটকে পড়েন ওই তরুণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি যে নিউমার্কেটের ঘটনার সেটি নিশ্চিত করেছেন চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম। তিনি প্রথম আলোকে বলেন, ভিডিও দেখে বাসে আগুন দেওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের নিউমার্কেট এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনার পর রাতে বাসটির চালক ও সহকারীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

আগুন লাগার সময় বাসটিতে ছিলেন জানিয়ে মিনহাজ মোহাম্মদ জিয়াদ নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, বাসটিতে তিনিসহ সাত-আটজন ওঠেন। বাসে ওঠার পরপরই তাঁরা অকটেনের গন্ধ পান। বিষয়টি চালকের সহকারীকে তাঁরা জানান। এর মধ্যে ওই সহকারী নিচে নামতেই বাসটির পেছন দিয়ে কিছু একটা উড়ে আসতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনিসহ যাত্রীরা বাস থেকে নেমে রক্ষা পেয়েছেন।

জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাসের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

গতকাল চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ছিল। নগরের বিপ্লব উদ্যানে সন্ধ্যা থেকে এই সমাবেশ চলে। কর্মসূচি উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় নেতারা শনিবার রাতে চট্টগ্রামে আসেন। তাঁরা নিউমার্কেটের পাশে স্টেশন রোডের হোটেল সৈকতে অবস্থান করেন।