বড়াইগ্রামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ, আরেক কেন্দ্রে আগাম সই

প্রিসাইডিং কর্মকর্তার কাছে ফলাফল শিটে এজেন্টের আগাম স্বাক্ষর নেওয়ার কারণ জানতে চাইছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রাথী আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুসে। রোববার দুপুরে বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নৌকার এক সমর্থক প্রকাশ্যে নৌকায় সিল মারার ঘটনায় ধীরেন্দ্রনাথ প্রামাণিক (৫০) নামের একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ওই ঘটনা ঘটেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নৌকার এক সমর্থক প্রকাশ্যে টেবিলের ওপর প্রকাশ্যে সিল মেরেছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হয়। অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহম্মেদের বিরুদ্ধে ফলাফল শিটে আগাম সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুসের (ট্রাক প্রতীক) এজেন্ট ডালিয়া বেগমের কাছ থেকে ওই স্বাক্ষর নেওয়া হয়েছে। আজ বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রার্থী গিয়ে ওই প্রিসাইডিং কর্মকর্তার কাছে কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি।

এ ব্যাপারে ইউএনও আবু রাসেল বলেন, অভিযোগ পাওয়ার পর আগাম স্বাক্ষর নেওয়া শিটটি বাতিল করে নতুন ফলাফল শিট তৈরি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস অভিযোগ করেন, নৌকার প্রার্থী প্রভাব খাটিয়ে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন কেন্দ্রে নানা অনিয়মের আশ্রয় নিয়েছেন।