গণনার আগেই ‘রেজাল্ট শিটে’ সই নিলেন প্রিসাইডিং কর্মকর্তা

দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর নিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তাছবি: প্রথম আলো

দিনাজপুরের বিরামপুরে ভোট গণনার আগেই আজ রোববার দুপুর ১২টার দিকে পোলিং এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে সই করিয়ে নিয়েছেন দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা। উপজেলার মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আজ দুপুর ১২টার দিকে মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. খায়রুল আলম তিন প্রার্থীর ২০ জন পোলিং এজেন্টের কাছ থেকে ফলাফল শিটে সই নেন। বিকেলে ভোট গণনার সময় অনেক চাপ থাকে বলে আগেই সই নিয়ে রেখেছেন দাবি করেন ওই কর্মকর্তা। তিনি বিরামপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরীর (ট্রাক) এজেন্ট মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুপুরে প্রিসাইডিং কর্মকর্তা আমাদের কক্ষে এসে আমাকে বলেন, “এখানে সই করেন।” তখন আমরা কক্ষের তিনজন এজেন্ট ওই কাগজে সই করি। আমরা মনে করেছিলাম, কাগজটি হাজিরা শিট। সই দেওয়ার পর জানতে পারি, সেগুলো ব্যালট পেপারের হিসাব শিট ও ভোট গণনার ফলাফল শিট।’

নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্ট আবু জোবায়ের প্রথম আলোকে বলেন, ‘আমাকে ভোটকেন্দ্রে হাজিরা দেওয়ার কথা বলে প্রিসাইডিং কর্মকর্তা সই নিয়েছেন।’

প্রিসাইডিং কর্মকর্তা মো. খায়রুল আলম
ছবি: প্রথম আলো

প্রিসাইডিং কর্মকর্তা মো. খায়রুল আলম প্রথম আলোকে বলেন, ‘এটা থাক না। পরে গ্যাঞ্জাম হয়। সবাই থাকে না। তাই আগে সই নিয়ে রেখেছি। আমিও সই করেছি। ট্রাক ও নৌকার উভয় এজেন্টের কাছ থেকেই সই নিয়েছি।’ বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ওইভাবে খেয়াল করিনি।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম প্রথম আলোকে বলেন, ‘না, না। ফলাফল শিটে সই নেয়নি। এ তথ্য ভুল। আমরা যাচাই করছি। ফলাফল শিটে সই কেন নেবে? ফলাফল কী হয়ে গেছে যে সই নেবে? বিষয়টি দেখার জন্য আমি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ওই কেন্দ্রে পাঠাচ্ছি।’

আরও পড়ুনঃ

ভোট বর্জনের আহ্বানে ‘সাড়া দেওয়ায়’ জনগণকে অভিনন্দন এবি পার্টির

নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন

সরকার যত ভাগ চাইবে, ইসি তত ভাগ ভোট দেখাবে: লেবার পার্টি

মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৬৯। পুরুষ ভোটার ১ হাজার ৭৯৩ জন এবং নারী ভোটার ১ হাজার ৭৭৬ জন। কেন্দ্রটিতে তিন প্রার্থীর ২০ জন পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছেন।