নাফ নদীর প্যারাবাগানে ভাসছিল দুই যুবকের গলিত লাশ

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর প্যারাবাগানের পৃথক এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বয়স ৩৫ থেকে ৪০ বছর।

মঙ্গলবার দুপুরে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায় নাফ নদীর ট্রানজিট জেটিঘাট-সংলগ্ন প্যারাবাগান এবং সোমবার রাত ১০টার দিকে সাবরাং ইউনিয়নের নাফ নদীর বিএসপি পোস্ট এলাকার প্যারাবাগান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

এ নিয়ে এক সপ্তাহে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

নাম প্রকাশ না করার শর্তে টেকনাফ পৌরসভার এক জনপ্রতিনিধি প্রথম আলোকে বলেন, নাইট্যপাড়ার এলাকার একটি মানব পাচারকারী চক্র রোহিঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়ে এসে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চালায়। ১৮ সেপ্টেম্বর রাতে টেকনাফের কেরুনতলীর নাফ নদীতে নৌকাডুবিতে এ চক্রের চারজন নিখোঁজ থাকার কথা শোনা যাচ্ছিল। এদিকে এক সপ্তাহে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ চারটি নিখোঁজ চারজনের বলে ধারণা করা হচ্ছে।