আশুগঞ্জ উপজেলা নির্বাচন: এক ঘণ্টায় এক কক্ষে পড়েছে একটি ভোট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শাহ ফরাছস আলী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে প্রথম এক ঘন্টায় তুলনামূলকভাবে কম ভোটার উপস্থিতি দেখা গেছে। আজ সকাল সাড়ে আটটার দিকে তোলা।ছবি: প্রথম আলো

সকাল নয়টা। একটি ভোটকেন্দ্রে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বরত ব্যক্তি ছাড়া ভোটারদের তেমন উপস্থিতি নেই। ১২টি ভোটকক্ষের এ কেন্দ্রের একটি কক্ষে গিয়ে দেখা গেল, মাত্র একটি ভোট পড়েছে। আরও দুটি কক্ষে পড়েছে দুটি করে ভোট। এটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনের শাহ ফরাছত আলী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের আজ বুধবার সকালের চিত্র।

আজ সকাল আটটা থেকে আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকে ওই ভোটকেন্দ্রে তুলনামূলকভাবে কম ভোটার উপস্থিতি দেখা গেছে। সরেজমিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত অবস্থান করে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কম চোখে পড়েছে।

এই ভোটকেন্দ্রের ৯ নম্বর কক্ষে মোট ভোটার ৩৪৭ জন। সকাল পৌনে ৯টা পর্যন্ত কক্ষটিতে একটিও ভোট পড়েনি। কিছুক্ষণ পরে একজন নারী ভোটার ওই কক্ষে ভোট দিতে যান। প্রথম এক ঘণ্টায় কক্ষটিতে ভোট পড়েছে মাত্র একটি। কক্ষটির দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মামুন জোয়ারদার বলেন, প্রথম এক ঘণ্টায় এ কক্ষে মাত্র একটি ভোট পড়েছে।

পাশের ১২ নম্বর কক্ষে ৩২৩ ভোটের মধ্যে পড়েছে মাত্র দুই ভোট বলে জানান সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান। অন্যদিকে ১১ নম্বর কক্ষের প্রিসাইডিং কর্মকর্তা তাউস মিয়া বলেন, প্রথম এক ঘণ্টায় ৩২৩ ভোটের মধ্যে কক্ষটিতে পড়েছে মাত্র দুই ভোট।

প্রথম এক ঘণ্টায় এই কেন্দ্রের ১২টি ভোটকক্ষে মোট ১৮৪টি ভোট পড়েছে। কেন্দ্রটির মোট ভোটার ৪ হাজার ৪৫৯ জন। সেই হিসাবে, এক ঘণ্টায় ভোট পড়েছে ৪ দশমিক ১২ শতাংশ।
ভোটকেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা সজীব দেবনাথ

তবে ভোটকেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা সজীব দেবনাথ দাবি করেন, প্রথম এক ঘণ্টায় এই কেন্দ্রের ১২টি ভোটকক্ষে মোট ১৮৪টি ভোট পড়েছে। কেন্দ্রটির মোট ভোটার ৪ হাজার ৪৫৯ জন। সেই হিসাবে, এক ঘণ্টায় ভোট পড়েছে ৪ দশমিক ১২ শতাংশ।

আরও পড়ুন