নগরকান্দায় পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি ৮ ঘণ্টা পর গ্রেপ্তার
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি তোরাপ শেখকে (৩২) আবার গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার আট ঘণ্টা পর গতকাল সোমবার রাত ৯টার দিকে ওই উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামের একটি পুকুরপাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন বেলা একটার দিকে একই এলাকায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যান তোরাপ শেখ।
এ ঘটনায় গতকাল সোমবার রাতে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে নগরকান্দা থানায় নতুন একটি মামলা করেছেন। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশের করা একটি মামলায় তোরাপ শেখকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
তোরাপ শেখ নগরকান্দার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামের রুস্তম শেখের ছেলে। তবে তিনি ওই গ্রামেই অবস্থিত শ্বশুরবাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, গত রোববার বিকেলে তোরাপ শেখকে ৪৪ গ্রাম গাঁজাসহ সদরবেড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নগরকান্দা থানার উপপরিদর্শক আবদুল আজিজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। গতকাল দুপুরে নগরকান্দা থানা থেকে তাঁকে পুলিশের গাড়িতে করে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশের একটি দল। তালমা-নগরকান্দা সড়কের সদরবেড়া এলাকার নুরুজ্জামান জুট মিলের সামনে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি থামানো হয়। এ সময় কৌশলে গাড়ি থেকে হাতকড়াসহ নেমে দৌড়ে পালিয়ে যান তোরাপ শেখ। পুলিশের সদস্যরা পিছু নিয়েও তাঁকে ধরতে পারেননি।
ঘটনার পর সদরবেড়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য ও তোরাপের শ্বশুরবাড়ির লোকজনকে থানায় ডেকে আনা হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার আজাহার মাতুব্বরের বাড়ির পাশের একটি বাগান থেকে হাতকড়া উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, মাদক মামলার আসামি তোরাপকে রাত ৯টার দিকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে হাতকড়াটি উদ্ধার করা হয়। দুটি মামলার আসামি হিসেবে আজ মঙ্গলবার তোরাপকে আবার পুলিশি পাহারায় ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।