লাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি সড়কের পাশে পড়ে ছিল একজনের গলাকাটা লাশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম সোলায়মান মিয়া (৫৮)। তিনি কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ি এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি জমি বেচাকেনার ব্যবসা করতেন।

নিহত সোলায়মান মিয়ার ছোট ভাই মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে সোলায়মান মিয়া কাঞ্চনবাজারে অবস্থান করছিলেন। এ সময় কে বা কারা তাঁকে মুঠোফোনে কল করে ডেকে নিয়ে যান। পরে স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন সড়কের পাশে সোলায়মানের লাশ পড়ে থাকতে দেখেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুবলীগ নেতা ও মহিলা লীগ নেত্রীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ