রজনীগন্ধা ফেরি উদ্ধারে পাটুরিয়ায় পৌঁছেছে ‘প্রত্যয়’, কাজ শুরু বিকেলে

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। আজ শুক্রবার বেলা তিনটার দিকে পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মা নদীতেছবি: আব্দুল মোমিন

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে ঘটনাস্থলে এসে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়। আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে দুর্ঘটনাস্থলের পাশে জাহাজটি পৌঁছায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, কুয়াশার কারণে পথ দেখতে না পাওয়ায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। আজ বেলা দুইটার দিকে প্রত্যয় ঘটনাস্থলে এসে পৌঁছায়। ইতিমধ্যে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে আনুষঙ্গিক প্রাথমিক কাজ শুরু হয়েছে। বিকেলে জাহাজ প্রত্যয় দিয়ে ফেরিটি উদ্ধারে অভিযান চালানো হবে।

আরও পড়ুন

সরেজমিনে খোঁজ নিয়ে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুর্ঘটনার দিন দুপুরে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। আজ বেলা সোয়া দুইটার দিকে প্রত্যয় দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়। এদিকে সকাল থেকে উদ্ধারকারী অপর জাহাজ হামজার হাইপ্রেশার এয়ার কমপ্রেসারের মাধ্যমে বাতাস দিয়ে ডুবে যাওয়া ফেরিটি হালকা করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ডুবরি দলের সদস্যরা নদীর তলদেশে গিয়ে ফেরিটি অনুসন্ধান করছেন, কীভাবে ফেরিটি সহজে উদ্ধার করা যায়।

গত মঙ্গলবার রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে ৯টি মালবাহী যানবাহন ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। এ সময় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। এরপর গত বুধবার সকাল আটটার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে। এ সময় যানবাহনের চালক, সহকারী ও ফেরিতে কর্মরত লোকজন নদীতে ঝাঁপ দেন। একপর্যায়ে সকাল সাড়ে আটটার দিকে ফেরিটি পুরোপুরি ডুবে যায়।

আরও পড়ুন

খবর পেয়ে সকাল নয়টার দিকে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা স্পিডবোট–ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এরপর গত বুধবার দুটি ও গতকাল বৃহস্পতিবার একটি পণ্যবাহী যান উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ফেরির ইঞ্জিনের দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন