আনোয়ারুল হত্যা মামলায় গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল রিমান্ডে

সাইফুল ইসলাম চরমপন্থী দলের নেতা শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। ছবি: প্রথম আলোছবি: প্রথম আলো

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলায় গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে বিস্ফোরক আইনে হওয়া মামলার শুনানি শেষে যশোর আমলি আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার (২৯ মে) বিকেল সাড়ে চারটায় যুবলীগ নেতা শিক্ষক উদয় শংকর হত্যা মামলা ও নতুন করে দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাইফুল আলমকে আদালতে সোপর্দ করা হয়। সাইফুল আলম যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার দামুদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

আরও পড়ুন

যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম বলেন, যশোর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সাইফুল আলম সংসদ সদস্য আনায়ারুল হত্যায় গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সহযোগী হিসেবে কাজ করতেন। সাইফুল নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

পুলিশ জানায়, সাইফুল চরমপন্থী দলের নেতা শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তিনি যশোরের অভয়নগর উপজেলার রাকিব, সুব্রত এবং মনিরামপুর উপজেলার যুবলীগ নেতা কলেজের শিক্ষক উদয় শঙ্কর হত্যা মামলায় জড়িত। গ্রেপ্তার অভিযান শুরু করলে সাইফুল আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৮ মে) রাত ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে মুঠোফোনের ভারতীয় নম্বরের একটি সিম কার্ড ও বিস্ফোরক জব্দ করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানায়, সম্প্রতি সাইফুল ভারতে ছিলেন। তিনি ভারতীয় মুঠোফোন নম্বর দিয়ে যোগাযোগ করতেন। গত ২০ মে অবৈধ পথে দেশে ফেরেন। সংসদ সদস্য আনায়ারুল হত্যার ঘটনায় তাঁর সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন