নাজিরপুরে লামিয়া হত্যার বিচার চেয়ে মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলেজছাত্রী লামিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কেছবি: প্রথম আলো

পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের কলেজছাত্রী লামিয়া আক্তারকে (১৮) হত্যার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। আজ মঙ্গলবার বেলা একটা থেকে ঘণ্টাব্যাপী নাজিরপুর উপজেলা পরিষদের সামনের সড়কে এই কর্মসূচি হয়।

মানববন্ধন শেষে সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, অধ্যাপক আবুল কাশেম, নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী, নিহত লামিয়ার মা রাজিয়া বেগম, খালা সাবিনা বেগম প্রমুখ। বক্তারা লামিয়ার হত্যার সঙ্গে জড়িত খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক বায়েজিদ আকন বলেন, নিহত লামিয়ার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দোষ স্বীকার করেছেন। ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

আরও পড়ুন

নিহত লামিয়া আক্তার নাজিরপুর উপজেলার সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। গত বছরের ৩০ মে লামিয়া আক্তারের সঙ্গে একই গ্রামের মো. তরিকুল ইসলামের (২২) বিয়ে হয়। ওই বিয়ে তরিকুলের পরিবার মেনে না নেওয়ায় লামিয়া বাবার বাড়িতে থাকতেন। গত ৬ নভেম্বর রাতে পরিবারের সদস্যদের অগোচরে লামিয়াকে নিয়ে বের হন তরিকুল। এর পর থেকে লামিয়া নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ২৫ ডিসেম্বর লামিয়ার মা রাজিয়া বেগম বাদী হয়ে তরিকুল ইসলামকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় অপহরণের মামলা করেন।

এ ঘটনার চার মাস পর ১২ মার্চ রাতে লামিয়ার পরিবারকে বেনামি চিঠি দিয়ে লাশের সন্ধান দেন তরিকুল। পরদিন উপজেলার সাতকাছিমা গ্রামের বালু দিয়ে ভরাট করা একটি জমিতে পুঁতে রাখা কঙ্কাল উদ্ধার করে পুলিশ। লামিয়ার পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে কঙ্কাল তাদের কাছে হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তরিকুলকে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন শুক্রবার সকালে তরিকুল ইসলাম পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি নেওয়ার পর বিচারক তরিকুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন