মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক মো. বায়েজিদ আকন বলেন, তরিকুল ইসলামকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে তরিকুল বলেন, ২০১৯ সালের শেষের দিকে লামিয়ার সঙ্গে তরিকুলের প্রেমের সম্পর্ক হয়। তখন তরিকুল দশম শ্রেণিতে আর লামিয়া অষ্টম শ্রেণিতে পড়তেন। ২০২২ সালের শুরুতে তরিকুল ঢাকায় চলে যান। তরিকুল ঢাকায় যাওয়ার পর একটি ফেসবুক আইডি থেকে লামিয়ার দুটি আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে। লামিয়া এ ঘটনায় তরিকুলকে সন্দেহ করেন। ২০২২ সালের মে মাসের শেষের দিকে ঈদের ছুটিতে তরিকুল বাড়িতে যান। পরে ৩০ মে বিয়ের দাবিতে তরিকুল ইসলামের বাড়িতে অবস্থান নেন লামিয়া। এরপর স্থানীয় লোকজনের মধ্যস্থতায় তাঁদের বিয়ে হয়। তবে তরিকুলের মা-বাবা এই বিয়ে মেনে না নেওয়ায় লামিয়া বাবার বাড়িতে চলে আসেন। তরিকুল বিভিন্ন সময়ে লামিয়ার বাবার বাড়িতে আসা-যাওয়া করতেন।
তরিকুল পিবিআইকে জানিয়েছেন, বিয়ের সাত মাস পরও লামিয়াকে বাড়িতে তুলে না নেওয়ায় তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ২০২২ সালের ৬ নভেম্বর রাত ১১টার দিকে লামিয়ার সঙ্গে তরিকুল দেখা করেন। এরপর পরিবারের লোকজন ঘুমিয়ে গেলে ঘরের বাইরে গিয়ে লামিয়া তরিকুলের সঙ্গে কথা বলেন। এ সময় লামিয়া তরিকুলকে বলেন, বিবাহবিচ্ছেদ হলে লামিয়া মামলা করবেন। এরপর তাঁরা দুজন হেঁটে স্থানীয় হিমু খানের দোকানের কাছে যান। রাত ১২টার দিকে দোকানের পাশে বসে কথাবার্তার একপর্যায়ে তরিকুল ক্ষিপ্ত হয়ে লামিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর লামিয়ার লাশ একটি মাঠে নিয়ে বালুচাপা দেন। এ ঘটনার পর কিছুদিন ধরে তরিকুল মানসিক পীড়ায় অতিষ্ঠ হয়ে পড়েন।
এরপর তরিকুল লাশটি লামিয়ার পরিবারের নজরে আনার জন্য পরিকল্পনা করেন। গত শনিবার রাতে তিনি বালু খুঁড়ে লাশটি তোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরদিন রোববার রাতে লাশের সন্ধান জানিয়ে লামিয়ার বাড়িতে বেনামি চিঠি পাঠান তরিকুল। লামিয়ার ঘরের চালে ও বেড়ায় ঢিল ছুড়ে মারা হয়। এতে তাঁর পরিবারের লোকজন ভয় পেয়ে এক আত্মীয়কে ডাকেন। তিনি এসে ঘরে ঢোকার সময় সিঁড়ির ওপর মাটির চাকা দিয়ে চাপা দেওয়া কাগজ পান। ওই কাগজে লেখা ছিল, ‘তোমাদের মেয়ের লাশ মোজাহার মোল্লার বাড়ির পশ্চিম পাশের বালুর মাঠের মধ্যে রাখা আছে।’ ওই রাতে তরিকুল গ্রামের একটি বাগানে অবস্থান করে পরদিন ঢাকায় চলে যান।
মামলার তদন্ত কর্মকর্তা বায়েজীদ আকন বলেন, বেনামি চিঠির সূত্র ধরে সোমবার বেলা ১১টার দিকে চিথলিয়া গ্রামের মোজাহার মোল্লার বাড়ির পাশের জমি খুঁড়ে একটি কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এরপর থানা-পুলিশের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে ছায়াতদন্ত করে পিবিআই পিরোজপুর দল। লামিয়া আক্তার অপহরণের অভিযোগে করা মামলাটির তদন্তভার গতকাল বৃহস্পতিবার থানা-পুলিশের কাছ থেকে পিবিআই বুঝে নিয়েছে। লাশ উদ্ধারের পর এখন মামলায় ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করা হবে।