ঈদযাত্রায় যানজটপ্রবণ এলাকায় ড্রোন দিয়ে নজরদারি করা হবে: হাইওয়ে পুলিশপ্রধান

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাইওয়ে পুলিশপ্রধান মো. শাহাবুদ্দিন খান। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডেছবি: প্রথম আলো

ঈদযাত্রা উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গাবতলী থেকে আশুলিয়া বিশেষ করে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কের নির্মাণকাজ চলছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে মহাসড়ক পরিদর্শনে এসে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের এসব কথা বলেন।

মো. শাহাবুদ্দিন খান বলেন, নির্মাণকাজ ঈদের আগপর্যন্ত তারা যে অবস্থায় রাখবে, সেটা যাতে ঈদযাত্রায় কোনো বাধা তৈরি না করে, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে। ইতিমধ্যে অনেক কাজ হয়েছে। অনেক কিছু অপসারণ করা হয়েছে। আরও কিছু করা হবে। তিনি বলেন, ‘যেসব জায়গায় যানজট হতে পারে, সেসব জায়গায় আমাদের ড্রোন থাকবে, ক্যামেরা থাকবে। আমরা ড্রোনের মাধ্যমে নির্দেশনা দেওয়ার চেষ্টা করব।’

ঈদকে সামনে রেখে তৎপর মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে জেলা ও মেট্রোপলিটন পুলিশ অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালাচ্ছে বলে তিনি জানান। হাইওয়ে পুলিশের প্রধান বলেন, ‘ইতিমধ্যে বহু অপরাধীকে ধরা হয়েছে। আমাদের নজরদারি রয়েছে। সাদাপোশাকে নজরদারি রয়েছে। এ ধরনের অপরাধীদের থেকে যাত্রীসাধারণকেও সাবধান থাকতে, সচেতন থাকতে হবে ও পুলিশকে জানাতে হবে।’

অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘ঈদযাত্রা আজ থেকেই কিছুটা শুরু হবে। কাল-পরশু আরও বাড়বে। আমরা মনে করি, আমাদের রাস্তা প্রস্তুত আছে। এরপরও সব প্রস্তুতি যাচাই করে নিচ্ছি, যাতে ঘরমুখী মানুষ নিরাপদে স্বাচ্ছন্দ্যে এবারের ঈদযাত্রায় শামিল হতে পারেন। নিরাপদে স্বজনদের কাছে পৌঁছাতে পারেন। নিরাপদে আবার ফিরে আসতে পারেন।’

সওজের নির্মাণকাজের সমন্বয়-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের সমন্বয় আছে। আমরা সড়কের নিরাপত্তা ও মানুষের নিরাপত্তার জন্য কাজ করি। তবে দুর্ঘটনা যেকোনো মুহূর্তে হতে পারে। এর অনেকগুলো কারণ থাকে। সে ক্ষেত্রে আমরা বলব, রাস্তার পরিস্থিতি মাথায় রেখে চালককে গাড়ি চালাতে হবে। যে সড়কে নির্মাণকাজ চলছে, সেখানে কিছু প্রতিবন্ধকতা থাকবে। সেগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের গাড়ি চালাতে হবে।’

সম্প্রতি সাভারের জোরপুলের দুর্ঘটনায় সওজ দায় এড়াতে পারে কি না, জানতে চাইলে শাহাবুদ্দিন খান বলেন, ‘এটি তদন্তের বিষয়। সামগ্রিকভাবে তদন্ত করে দেখা হবে, এখানে কার দায় কতটুকু? মামলা হয়েছে। তদন্ত হবে। তদন্তের পর বলা যাবে।’ অতিরিক্ত ভাড়ার বিষয়ে বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সহযোগী হিসেবে কাজ করছে পুলিশ। এ জন্য মোবাইল কোর্ট আছে। যাঁরা অতিরিক্ত ভাড়া নেবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় অন্যদের মধ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ উপস্থিত ছিলেন।