বড় ভাই মারা যান নৌ দুর্ঘটনায়, ছোট ভাইয়ের প্রাণ গেল সড়কে

কাজের প্রয়োজনে দিন ১৫ আগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে সিলেট নগরে আসেন দুলাল মিয়া (২৭)। আজ দুর্ঘটনায় তিনি মারা যান
ছবি: প্রথম আলো

সিলেটের দ‌ক্ষিণ সুরমার না‌জিরবাজার এলাকায় আজ বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের একজন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুরের দুলাল মিয়া (২৭)। প্রায় তিন মাস আগে সুনামগঞ্জের ছাতকে বালুবাহী দুটি নৌকার সংঘর্ষে প্রাণ হারান তাঁর বড় ভাই হেলাল আহমদ (২৯)।

আজ সকাল ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে এ কথা জানান মৃত দুই ভাইয়ের ফুপাতো ভাই মো. শাহীন।

শাহীন বলেন, দুলালের বড় ভাই হেলাল আহমদ প্রায় তিন মাস আগে দুর্ঘটনায় মারা যান। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে যান। মাসখানেক আগে পরিবারের লোকজন হেলালের স্ত্রী শারমিন বেগমকে (২৫) বিয়ে দেন দুলাল মিয়ার সঙ্গে। বিয়ের দুই সপ্তাহ পর কাজের জন্য সিলেটে আসেন দুলাল। থাকতেন আম্বরখানা সাপ্লাই এলাকার ভাড়া বাসায়।

আরও পড়ুন

আজ ভোরে সিলেট নগরের আম্বরখানা থেকে ঢালাইয়ের কাজ করতে একটি পিকআপ ভ্যানে করে দুলালসহ অন্তত ৩০ জন নির্মাণশ্রমিক ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন।

আরও পড়ুন