‘ঢাকার দিক থেকে আসা ট্রাকটি ডান পাশে চলে এসেছিল’

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান রাস্তার পাশে পড়ে ছিল
ছবি: প্রথম আলো

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে আজ বুধবার ভোরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত পল্লব আহমদ (২৫) এখন হাসপাতালে ভর্তি। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুর্ঘটনার বর্ণনা দেন।

পল্লব আহমদ বলেন, ‘ঢাকার দিক থেকে আসা ট্রাকটি যখন ডান পাশে এসে আমাদের পিকআপটিকে ধাক্কা দেয়, তখন খুব জোরে শব্দ হয়েছিল। ট্রাকটি দ্রুতবেগে আসছিল। মনে হয়, চালক ঘুমিয়ে গিয়েছিলেন। ধাক্কা খেয়ে আমাদের পিকআপটি উল্টে যায়। আমি মাথায় আঘাত পাই। এরপর আর কিছু মনে নেই।’

পল্লব নির্মাণশ্রমিক। তাঁর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায়। তবে সিলেট নগরের সাপ্লাই এলাকায় থাকেন তিনি। সিলেট নগরের আম্বরখানা থেকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে তাঁরা অন্তত ৩০ জন শ্রমিক ঢালাইকাজের জন্য যাচ্ছিলেন। পথে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজারে দুর্ঘটনায় পড়েন তাঁরা।

এই দুর্ঘটনায় সকাল ৯টা পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থলে এক নারীসহ ১১ জন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান। দুর্ঘটনায় আহত ১১ জনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর তথ্য আছে তাঁর কাছে।