গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার ডাকঘর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মো. লিয়াকত (১৮), ওয়াদুদ মিয়ার ছেলে ইউনুছ আলী (২০) ও অটোরিকশার চালক গনি মিয়া (৪০)। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় পাওয়া যায়নি।
হত্যাহতের তথ্য নিশ্চিত করে বিকেল সাড়ে চারটার দিকে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী মুঠোফোনে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ী যাচ্ছিল। বাসটি বেলা সাড়ে তিনটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর এলাকায় আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে বিপরীত থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালক ও দুজন যাত্রী নিহত হন। আহত হন অটোরিকশার অন্য দুজন যাত্রী।
খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং হতাহত ব্যক্তিদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। পুলিশ বাসটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
ওসি জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।