চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক: জেলা প্রশাসক

চট্টগ্রাম সার্কিট হাউসে সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানছবি: সংগৃহীত

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের তৎপরতা যেভাবে বেড়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় গত মাসের অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ কে এম গোলাম মোর্শেদ খান। সভায় জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

জেলা প্রশাসক বলেন, কিশোর গ্যাংয়ের হাত থেকে নিরীহ মানুষ, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষক থেকে শুরু করে কেউ রক্ষা পাচ্ছেন না। শুধু কিশোর গ্যাং নয়, তাদের গডফাদারদেরও (মদদদাতা) আইনের আওতায় আনা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে এখানকার সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় নির্বাচনে কোনো ধরনের প্রভার বিস্তার করতে দেওয়া হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল, উপজেলা পরিষদ নির্বাচন একইভাবে অনুষ্ঠিত হবে। যদি কোনো গোষ্ঠী বা দল উপজেলা পরিষদ নির্বাচন বানচালের চেষ্টা করে, তাদের ছাড় নেই।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) যুগ্ম পরিচালক মো. মাজাহারুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ওয়াজেদ চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ প্রমুখ।

আরও পড়ুন