বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় ভিড়ল বিদেশি জাহাজ

মোংলা বন্দর
প্রথম আলো ফাইল ছবি

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মেশিনারিজ পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী ‘এমভি হাইডং-৯’ নামের একটি জাহাজ। আজ রোববার দুপুর ১২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে।

জাহাজে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ১ হাজার ৫৫৬ মেট্রিক টন স্টিলের স্ট্রাকচার (কাঠামো) আনা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, দুই সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে ১৭১ প্যাকেজের ১ হাজার ৫৫৬ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। এটি তাঁদের কোম্পানির নবম চালান। মালামালগুলোর খালাস কার্যক্রম চলমান।

আরও পড়ুন

দুই দিনের মধ্যে পুরোপুরি খালাস শেষ করে নৌপথে পণ্যগুলো সিরাজগঞ্জে নির্মাণাধীন রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

২০২০ সালের ২৯ নভেম্বর যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর উজানে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের একটি পৃথক ডাবল লেনের ডুয়েল মিটারগেজ বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন