ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ১০টি কঙ্কাল চুরি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যৈদ্দপীর গোরস্থান থেকে ১০টি কঙ্কাল চুরি হয়েছে। আজ দুপুরে
ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার সর্ববৃহৎ যৈদ্দপীর কবরস্থান থেকে ১০টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন ওই কবরস্থানে গরু-ছাগল চড়াতে এলে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। এ ঘটনা জানতে পেরে এলাকাবাসীর সেখানে ভিড় জমাতে শুরু করেন। সবাই নিজ নিজ স্বজনের কবর রক্ষিত আছে কি না, সেটা দেখার জন্য আসতে থাকেন।

আরও পড়ুন

সরেজমিনে দেখা যায়, পীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওই কবরস্থান থেকে মোট ১০টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। কবরস্থানটির পূর্বপাশে ভেলাতৈড় মহল্লা এবং পশ্চিম পাশে যৈদ্দপীর ডাঙ্গিবস্তি মহল্লা। চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে এই দুই এলাকার বাসিন্দাদের মৃত স্বজনেরা রয়েছেন।

আরও পড়ুন

গত বছরের ২৯ জুলাই একইভাবে পীরগঞ্জের পীরডাঙ্গী গোরস্তান থেকে কবর খুঁড়ে ১৯টি কঙ্কাল চুরি করা হয়েছিল।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ সেখ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমরা বেলা একটায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই, গিয়ে কবরগুলো খোঁড়া এবং মাটি চাপা দেওয়া অবস্থায় দেখতে পাই। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

আরও পড়ুন