‘নৌকায় ভোট দিলে কুয়াকাটার মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হবে’

নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিববুর রহমান। আজ পটুয়াখালীর কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট মাঠেছবি: প্রথম আলো

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. মহিববুর রহমান বলেছেন, পর্যটননগরী কুয়াকাটা, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, সাবমেরিন কেব্‌ল ল্যান্ডিং স্টেশন, শের-ই-বাংলা ত্রিমাত্রিক নৌঘাঁটি, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ এ সরকারের আমলে কলাপাড়া-কুয়াকাটায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বিকেলে পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লার সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. তৈয়বুর রহমান, পৌর কাউন্সিলর মো. আবুল হোসেন প্রমুখ।

সংসদ সদস্য মো. মহিববুর রহমান আরও বলেন, ‘গত পাঁচ বছরে দলমত-নির্বিশেষে আমি আপনাদের সেবা করেছি। করোনা মহামারি, ঘূর্ণিঝড় দুর্যোগের সময়ে আমি আপনাদের পাশে ছিলাম। আমি এমপি থাকাকালে কলাপাড়ায় ভূমিদস্যুতা, দখল, সালিস-বাণিজ্য, সিন্ডিকেট কোনো কিছুই ছিল না। ছিল না কোনো সন্ত্রাসী বাহিনী। মানুষ নিরাপদে ব্যবসা-বাণিজ্যসহ শান্তিতে বসবাস করতে পেরেছে।’

আরও পড়ুন

এই আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। তাঁর প্রসঙ্গ টেনে নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিববুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকই একমাত্র প্রতীক। এর বাইরে আর কোনো মার্কা নাই। যাঁরা আওয়ামী লীগের খেয়ে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাঁরা আওয়ামী লীগের কেউ নয়। নৌকার বিপক্ষে গিয়ে যাঁরা ষড়যন্ত্র করছেন, নির্বাচনের পর তাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন।’

কুয়াকাটার উন্নয়ন প্রসঙ্গে মহিববুর রহমান বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটননগরীতে রূপান্তর করতে মাস্টারপ্ল্যান তৈরির কাজ শেষ পর্যায়ে। নৌকায় ভোট দিলে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হবে। কুয়াকাটা-কলাপাড়াকে ঘিরে গড়ে উঠবে শিল্পাঞ্চল। মানুষ অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবে। তাই নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন