রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খায়রুজ্জামান লিটন

খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা। আজ রোববার দুপুরে রাজশাহী নির্বাচন কমিশন অফিসে
ছবি: শহীদুল ইসলাম

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ রোববার দুপুরে রাজশাহী নির্বাচন অফিসে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের নেতারা।

আরও পড়ুন

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, নগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান, সৈয়দ শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নানসহ আরও বেশ কয়েকজন নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহীর সর্বস্তরের আলেমদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে কথা বলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘দলীয় নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে মনোনয়নপত্র তুলব। সেটি ইতিমধ্যে উত্তোলন করেছি। এই মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে রাজশাহীর সর্বস্তরের যে বার্তাটি পৌঁছে যাবে, সেটি হলো আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে দলীয় যে সিদ্ধান্ত নিয়েছিলেন, নির্বাচনে সেটিকে কার্যকর করার জন্য যে আনুষ্ঠানিকতা বাকি ছিল, সেটি শুরু করলাম।’

আরও পড়ুন

আলেমদের সঙ্গে মতবিনিময় সভা সম্পর্কে খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা ইতিমধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছি। সামনে আরও করতে থাকব। ২১ মে আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঠিক করেছি। ২ জুন প্রতীক বরাদ্দ পাওয়ার পর আমরা আনুষ্ঠানিক প্রচার শুরু করব।’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। এখন পর্যন্ত আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। টানা চারবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। ইসলামী আন্দোলন রাজশাহী মহানগর কমিটির সহসভাপতি মুরশিদ আলম ফারুকীকে প্রার্থী ঘোষণা করেছে। আর জাতীয় পার্টি মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। তবে বিএনপি এ নির্বাচন বর্জন করলেও বিএনপির সাবেক রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক সাঈদ হাসান সিটি নির্বাচনে অংশ নেওয়ার কথা গণমাধ্যমে বলেছেন। তবে সবার আগে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খায়রুজ্জামান লিটন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হবে ২৩ মে।