কাঠবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার কদমতলা-বৈকারী সড়কের আঁগরদাড়ি মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সদর উপজেলার বৈকারী গ্রামের হাফিজুর ইসলাম (৫৭) ও তাঁর ছেলে আজিজুর রহমান (২৬)।

সদর উপজেলার আঁগরদাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিলন হোসেন জানান, হাফিজুর ইসলাম ও তাঁ ছেলে আজিজুর রহমান মোটরসাইকেলে করে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহর থেকে বৈকারীর বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে দশটার দিকে তাঁরা কদমতলা-বৈকারী সড়কের আঁগরদাড়ি মাদ্রাসার সামনে পৌঁছান। তখন বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে সাতক্ষীরা সদর হাসপাতালে। ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালককে পাওয়া যায়নি।