পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে প্রাণ গেল শিশু মুনতাসিরের

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে চলছিল গ্রাম্য সালিস। সালিস বৈঠকে বাবা ব্যস্ত থাকায় মাঠে বল খেলছিল মুনতাসির (৩)। খেলার সময় ফুটবল চলে যায় মাঠের পাশের পুকুরে। সবার অজান্তে বল তুলতে পানিতে নামে মুনতাসির। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে পুকুরপাড়ে যান মুনতাসিরের বাবা। দেখেন পানিতে ভাসছে ছেলের নিথর দেহ।

আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের দেবখণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে। মুনতাসির ওই গ্রামের মেজবাউল ইসলামের ছেলে।

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাঁধন মিয়া বলেন, আজ বিকেলে দেবখণ্ডা গ্রামে জমিজমাসংক্রান্ত বিষয়ে প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সালিস বৈঠক চলছিল। বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ মেজবাউল ইসলামও ছিলেন। মেজবাউলের সঙ্গে তাঁর ছেলে মুনতাসির এসেছিল। বৈঠক চলাকালে মুনতাসির তার সঙ্গে থাকা ফুটবল নিয়ে মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বল মাঠের পাশে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে বল তুলতে গিয়ে সে পানিতে ডুবে যায়।

আরও পড়ুন

বাঁধন মিয়া আরও বলেন, কিছুক্ষণ পর ছেলেকে মাঠে দেখতে না পেয়ে মুনতাসিরের বাবা পুকুরপাড়ে গিয়ে তাঁর ছেলেকে পানিতে ভাসতে দেখেন। তখন তাঁর বাবা পুকুরে নেমে মুনতাসিরকে সেখান থেকে উদ্ধার করেন। মুনতাসিরকে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া বলেন, মুনতাসিরের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।