চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নগরের চকবাজার গোয়াছিবাগান এলাকায় পাহাড় না কেটেই বার্ন ইউনিট করবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ও চট্টগ্রামের পরিবেশকর্মীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। হাসপাতালের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ছাড়া পাহাড়ের কেটে ফেলা অংশের পাশে প্রতিরোধদেয়াল (রিটেইনিং ওয়াল) দিয়ে গাছ লাগানোর বিষয়েও সিদ্ধান্ত হয়। বৈঠকে পরিবেশকর্মীদের পক্ষ থেকে পাহাড় রক্ষা নিয়ে আদালতের আদেশের একটি কপি চমেক হাসপাতাল পরিচালককে দেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাস-সংলগ্ন গোয়ছিবাগান এলাকার পাহাড়ের কিছু অংশ কেটে বার্ন ইউনিট নির্মাণ করবে চমেক কর্তৃপক্ষ—এই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পাহাড় রক্ষায় আন্দোলনের ঘোষণা দেন পরিবেশ সংগঠনের নেতারা। এখন এ নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রাম অফিস সমন্বয়কারী মনিরা পারভিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক স ম বখতেয়ার, বেলার নেটওয়ার্কিং সদস্য আলীউর রহমান, পরিবেশ সংগঠক হাসান মারুফ, গ্রিন ফিঙ্গারের সহপ্রতিষ্ঠাতা রিতু পারভিন, বেলার কর্মকর্তা ফারমিন এলাহি প্রমুখ।
এর আগে গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ ফোরাম, গ্রিন ফিঙ্গার ও ভোরের আলো নামের পাঁচটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি হয়।