সাতক্ষীরার দেবহাটায় বিএনপির দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি
সাতক্ষীরার দেবহাটায় একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে ১৪৪ জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মসূচির স্থান গাজীরহাট বাজার, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা জানান, আজ বেলা সাড়ে তিনটায় উপজেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকের নেতৃত্বে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন আয়োজন করা হয়। সাত দিন আগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২৭ জানুয়ারি নেতা-কর্মীদের চিঠি দেওয়া হয়েছে। হঠাৎ গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি পক্ষ একই স্থানে একই সময়ে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি কর্মী সমাবেশের ডাক দিয়েছে। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দেবহাটা উপজেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিক বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ৪৫টি ওয়ার্ড কমিটি করা হয়েছে। আজ সম্মেলন করার কথা নওয়াপাড়া ইউনিয়নের। এরপর ৩১ জানুয়ারি কুলিয়া, আগামী ১ ফেব্রুয়ারি সখিপুর, ২ ফেব্রুয়ারি দেবহাটা ও ৩ ফেব্রুয়ারি পারুলিয়া ইউনিয়নে সম্মেলন হওয়ার কথা রয়েছে। মহিউদ্দিন সিদ্দিক আরও বলেন, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ৪১ সদস্যের। এর মধ্যে তিনজন মারা গেছেন। ৩৮ সদস্যবিশিষ্ট কমিটির ৩৪ জনের উপস্থিতিতে এ সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। তবে এসব সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম ও আহ্বায়ক কমিটির সদস্য গোলাম ফারুক উপস্থিত থাকেন না।
তবে এ বিষয়ে দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর অনুসারী উপজেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিক। তিনি কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা না মেনে নিজেদের মতো করে কমিটি করতে চান। তা করতে দেওয়া হবে না। এ জন্য একই স্থানে একই সময়ে তাঁরা কর্মসূচি নিয়েছেন। উত্তেজনা বিরাজ করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির দুই পক্ষ একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ জন্য আজ বেলা সাড়ে ১১টা থেকে গাজীরহাট বাজার, সম্মেলন স্থান ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় ওই সব স্থানে সভা ও সমাবেশ নিষিদ্ধ থাকবে।