নৌকার বিরুদ্ধে অবস্থান, কক্সবাজারে ১৩ নেতাকে বহিষ্কার করল আওয়ামী লীগ

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজার পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় পৌরসভা ও ওয়ার্ড শাখার ১৩ নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

জানতে চাইলে পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বহিষ্কৃত ব্যক্তিরা দল মনোনীত মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। ১৩ নেতাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা যাঁরা ভঙ্গ করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন দলের পৌর শাখার সদস্য ইউচুফ বাবুল, আলী হোসেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সহসভাপতি আবদুল জলিল; ১২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম; ১ নম্বর ওয়ার্ডের মহিলাবিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, ওয়ার্ডের ৮ নম্বর ইউনিটের সভাপতি রিয়াজ মোহাম্মদ, ইউনিটের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ৬ নম্বর ইউনিটের সদস্য জসিম উদ্দিন; ১১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মাহবুবুর রহমান ও সদস্য নুরুল আলম।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন