ভোলায় ঘরে ঘরে গ্যাস–সংযোগের দাবিতে এবার সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে অবস্থান কর্মসূচি
ভোলায় ঘরে ঘরে গ্যাস–সংযোগসহ পাঁচ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিভিন্ন ব্যানারে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের সামনে ভোলা–খেয়াঘাট সড়কে অবস্থান নিয়েছেন তাঁরা।
ভোলার বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদের আহ্বানে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বক্তারা জানান, তিন বছর ধরে ভোলাবাসী বিভিন্ন ব্যানারে পাঁচটি দাবিতে আন্দোলন করে আসছেন। তাঁদের দাবি, ভোলার গ্যাস দিয়ে জেলার কলকারখানা নির্মাণ, জেলার মানুষের ঘরেও গ্যাস সরবরাহ করতে হবে। এগুলোর কোনোটি না করে পানির দরে ইন্ট্রাকো কোম্পানিকে গ্যাস দেওয়া হচ্ছে। বিগত ফ্যাসিবাদী সরকারের করা এ চুক্তি বাতিল করতে হবে। সেই সঙ্গে ভোলায় মেডিকেল কলেজ হাসপাতাল গড়তে হবে। জেলার হাসপাতালগুলোয় ব্যাপক হারে চিকিৎসকের সংকট আছে। হাসপাতালে গেলে চিকিৎসক ঢাকা বা বরিশাল পাঠিয়ে দেন। সেখানে পৌঁছানোর আগেই রোগী মারা যাচ্ছে। এ কারণে ভোলা–বরিশাল সেতু দরকার। শিক্ষায় পিছিয়ে থাকা জেলাটিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ও প্রয়োজন।
এসব দাবিতে জেলার বাসিন্দারা আজ সকাল ১০টা থেকে সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে জমায়েত হতে থাকেন। এ সময় তাঁরা ‘ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’, ‘ইন্ট্রাকোর সঙ্গে অসম চুক্তি বাতিল করো, করতে হবে’, ‘গ্যাস চোরের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দাবি মোদের একটাই, মেডিকেল কলেজ চাই’, ‘গ্যাস নিলে দিতে হবে, মেডিকেল কলেজ’, ‘গ্যাস নিলে দিতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়’, ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও, গ্যাস চোরের আস্তানা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ সময় বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওবায়েদুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের নেতা মুসলিম হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, ভোলা জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক মহিউদ্দিন, বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদের আহ্বায়ক রাহিম ইসলাম প্রমুখ।