তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, কুয়াশা ভেদ করে উঠেছে সূর্য
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে এই জনপদের জনজীবন। তবে সকাল সকাল ভূপৃষ্ঠে কুয়াশার পরিমাণ কমে গিয়ে উঁকি দিয়েছে সূর্য। হালকা রোদে স্বস্তি ফিরেছে জনমনে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এর আগে গত শুক্র থেকে রোববার পর্যন্ত টানা তিন দিন তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই তিন দিনে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে।
গতকাল সোমবার তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল দিনাজপুরে। এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভূপৃষ্ঠে কুয়াশা আর বাতাসের পরিমাণ কিছুটা কমে যাওয়ায় মাঝেমধ্যে সূর্য দেখা যাচ্ছে। এতে দিনের বেলায় শীত কিছুটা কম মনে হচ্ছে। তবে আকাশের উপরিভাগে কুয়াশা থাকায় সূর্য তীব্রতা ছড়াতে পারছে না।
আজ সকাল ১০টার দিকে সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় কথা হয় ভ্যানচালক জমিরুল ইসলামের (৪০) সঙ্গে। তিনি বলেন, ‘আইজ বেলা (সূর্য) উঠিবা (উঠতে) চাহেচে (চাচ্ছে), কিন্তু শক্তি নাই। কিন্তু অন্য দিনের চেয়ে ঠান্ডা (শীত) কম নাগেছে।’
সদর উপজেলার ঝাকুয়াকালী এলাকায় ভুট্টাখেতে নিড়ানির কাজ করছিলেন কৃষিশ্রমিক সফিকুল ইসলাম (৪৬)। তিনি বলেন, সকাল থেকে কুয়াশা নেই। মাঝেমধ্যে সূর্য দেখা যাছে। কিন্তু মাটি খুব ঠান্ডা। আজ মনে হয় শীত একটু কমবে।