মেহেরপুরে চালের অবৈধ মজুতের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা

এম ট্রেডার্সে অবৈধভাবে মজুত রাখা চাল। মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

মেহেরপুরে অবৈধভাবে চাল মজুত রাখার অপরাধে এম ট্রেডার্স নামের একটি চালের আড়তকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বামনপাড়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেহেরপুর-মুজিবনগর সড়কের পাশে মেসার্স এম ট্রেডার্স নামের একটি চালের আড়তে অভিযানকালে খাদ্য বিভাগের লাইসেন্স ছাড়া চাল মজুত, চালের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় ওই আড়তের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, সম্প্রতি খুচরা বাজারে চালের সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে চাল বিক্রি করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আজকের অভিযান পরিচালিত হয়েছে। একজন চালের আড়তদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ধরনের অভিযান এখন থেকে নিয়মিত পরিচালিত হবে।

আরও পড়ুন

অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক ও মেহেরপুর পুলিশ লাইনসের একটি দল সহযোগিতা করে।