শুধু সন্ত্রাস দমন নয়, মানবিক কাজেও ভূমিকা রাখছে র‍্যাব: ডিজি

পটুয়াখালীর কুয়াকাটায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। সোমবার দুপুরে
ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ‘আমরা দেশকে সার্বিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক কাজেও ভূমিকা রাখছি। জঙ্গি-সন্ত্রাসীদের দমনের লক্ষ্য নিয়ে আমাদের যে পথচলা শুরু হয়েছিল, বিভিন্ন মানবিক কাজের মধ্যেও আমরা সে দক্ষতা প্রমাণ করেছি।’

আরও পড়ুন

আজ সোমবার দুপুর ১২টায় পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র দুই শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ শেষে র‍্যাবের মহাপরিচালক এসব কথা বলেন। তিনি আরও বলেন, শুধু সন্ত্রাস দমন নয়, মানবিক কাজেও ভূমিকা রাখছে র‍্যাব। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য র‍্যাব প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র‍্যাব মাঠে কঠোর ভূমিকা পালন করবে। অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব মাঠে অভিযান শুরু করেছে এবং জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ প্রতিষ্ঠার লক্ষ্যে র‍্যাব আরও নতুন কৌশল নিয়ে কাজ করছে।

আরও পড়ুন

এ সময় কুয়াকাটা পর্যটন পুলিশের পরিদর্শক আবু শাহদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ, কুয়াকাটা পৌর সভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ আলম হাওলাদার ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন