আচরণবিধি লঙ্ঘন, চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুলকে কারণ দর্শানোর নোটিশ

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থকদের নৈশভোজ আয়োজন চলমান আছে। গতকাল বুধবার রাতে শিবগঞ্জের ভোলামারি-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
ছবি: সংগৃহীত

নৈশভোজ আয়োজন করার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রথম আলোয় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি এ নোটিশ দেয়। আগামীকাল শুক্রবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ ভবন-২-এ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও শিবগঞ্জের সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘সচিত্র প্রতিবেদন পর্যালোচনায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আপনি নির্বাচনী প্রচারণা চালানোর আইনানুগ সময়ের পূর্বেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং নির্বাচনের উদ্দেশ্যে নৈশভোজের আয়োজন করে গণজমায়েত করেছেন, যা আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, তার লিখিত জবাব দিতে নির্দেশ প্রদান করা হলো।’

সৈয়দ নজরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর থাকার অভিযোগ জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে নির্বাচন কমিশনে আপিল করে গত রোববার (১০ ডিসেম্বর) তিনি প্রার্থিতা ফিরে পান।

আরও পড়ুন

আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার খুশিতে সোম ও মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নজরুল ইসলামের সমর্থকেরা নৈশভোজের আয়োজন করেন। তবে নির্বাচনী আচরণ বিধিমালায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো কোমল পানীয় বা খাদ্য পরিবেশন করা বা উপহার দেওয়া যাবে না। এ নিয়ে গতকাল বুধবার প্রথম আলোয় ‘স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থনে দুই দিন ধরে চলছে নৈশভোজ’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসে।

শিবগঞ্জের ভোলামারি-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থকদের নৈশভোজ। গতকাল বুধবার রাতে
ছবি: সংগৃহীত

এ ব্যাপারে বক্তব্য জানার জন্য সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন

এদিকে, তৃতীয় দিনের মতো গতকাল রাতে বিনোদপুর ইউনিয়নের কামারখোন্দা এলাকায় ও শাহবাজপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নজরুল ইসলামের সমর্থকেরা নৈশভোজের আয়োজন করেন। ফেসবুকেও এসব আয়োজনের ভিডিও প্রকাশ করা হয়।

ফেসবুকে ‘জেম ইসলাম’ নামের একটি আইডি থেকে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় একটি ভিডিও আপলোড করা হয়। ফেসবুকে জেম ইসলামের পরিচয় দেওয়া আছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। সেই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘আজকের পিকনিকে যেটা আপনাদের কাছে দেওয়া হয়েছে, একটাই উদ্দেশ্য আমাদের, আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন, আমরা সৈয়দ নজরুল ইসলাম ভাইয়ের পক্ষে আমরা কিন্তু কাজ করছি। আগামী ৭ তারিখে আপনারা নিজে নজরুল ভাইকে একটি করে ভোট দিবেন। অপরকে বুঝাবেন।’

আরও পড়ুন