নোয়াখালীতে বিএনপি নেতার বাড়িতে ‘হেলমেট বাহিনী’, এলাকায় না আসতে হুমকি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান ওরফে রিপনের বাড়িতে হানা দিয়েছে আলোচিত ‘হেলমেট বাহিনী’। গতকাল শনিবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে হেলমেট বাহিনীর সদস্যরা ঘরে ঢুকে বিএনপি নেতার বৃদ্ধা মাকে শাসিয়ে যান, ৭ জানুয়ারির নির্বাচনের আগে তাঁর ছেলে যেন এলাকায় না আসেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর এ নিয়ে তৃতীয় দফায় স্থানীয় আওয়ামী লীগের ‘হেলমেট বাহিনীর’ সদস্যরা বাড়িতে হামলা ও হানা দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মাহমুদুর রহমান। তিনি বলেন, আগের দুইবার ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করলেও গতকাল কোনো ধরনের ভাঙচুর করা হয়নি। বাড়িতে থাকা মা ও স্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, শনিবার বিকেল পাঁচটার দিকে ১৪-১৫টি মোটরসাইকেলযোগে প্রায় ৪০ তরুণ ও যুবক তাঁর বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাড়িতে হানা দেন। তাঁদের বেশির ভাগের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। আর কয়েকজন ছিলেন খোলা মুখে। তাঁরা অপরিচিত।
মাহমুদুর রহমান অভিযোগ করেন, হেলমেট বাহিনীর সদস্যরা বাড়ির প্রধান ফটক লাথি দিয়ে খুলে ফেলেন। এরপর তাঁরা বাসভবনের দরজায় অনবরত লাথি দিতে থাকেন। এ সময় ঘরের ভেতর তাঁর বৃদ্ধ মা ও স্ত্রী-সন্তানেরা আতঙ্কগ্রস্ত হয়ে কান্নাকাটি করতে থাকেন। এপর্যায়ে তাঁর মা হাসিনা বেগম (৭৫) দরজা খুলে দিলে ১০-১২ জন ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে তল্লাশি করে তাঁকে খোঁজাখুঁজি করেন। তাঁকে না পেয়ে যাওয়ার সময় তাঁর মাকে বলেন, ‘আমরা আজ হামলা-ভাঙচুর ও গালমন্দ কিছু করলাম না, আপনার ছেলেকে বলে দেবেন তিনি যেন ৭ জানুয়ারির আগে এলাকায় না আসেন।’
বিএনপি নেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি সম্পর্কে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। পরে একই বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওরফে বাদল প্রথম আলোকে বলেন, তিনি বিকেলে উপজেলা সদরে দলীয় কার্যালয়েই ছিলেন। এ রকম কোনো ঘটনা তাঁর জানা নেই। তবে কেউ অতি উৎসাহী হয়ে কিছু করেছেন কি না, বলতে পারছেন না।
উল্লেখ্য, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কোম্পানীগঞ্জে হেলমেট বাহিনী বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলা-ভাঙচুরের শিকার পরিবারগুলোর অভিযোগ, হামলাকারী হেলমেট বাহিনীর সদস্যরা বসুরহাট পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার অনুসারী। কাদের মির্জা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কারের ছোট ভাই।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপির নেতার বাড়িতে হামলার খবর শুনে তিনি তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়েছেন। তবে হামলার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। হুমকির বিষয়ে ওসি বলেন, সে রকম কোনো ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পারে।