দায়িত্ব অবহেলার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

শরীয়তপুর জেলার মানচিত্র

শরীয়তপুর-২ (নড়িয়া-সখীপুর) আসনের সখীপুর থানার চরভাগা আক্কাস আলী হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও এক পোলিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের ভোট গ্রহণের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা রামভদ্রপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুস সামাদ নূরী ও পোলিং অফিসার আমেনা বেগমকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। কেন্দ্রটিতে একজন প্যানেল প্রিসাইডিং কর্মকর্তা ও একজন পোলিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চরভাগা আক্কাস আলী হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুথের সংখ্যা আটটি। কেন্দ্রটিতে ভোট চলাকালে একটি বুথে পোলিং কর্মকর্তা আমেনা বেগম কয়েকজন বৃদ্ধ ভোটারের ভোট দিয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা কেন্দ্রটি পরিদর্শন করেন। অভিযোগের সত্যতা পেয়ে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবদুস সামাদ নূরী ও পোলিং কর্মকর্তা আমেনা বেগমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম ওই দুই কর্মকর্তাকে তাঁর কার্যালয়ে নিয়ে যান।

রাজিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্র পরিদর্শন করেন। অভিযোগের সত্যতা পেয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও একজন পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁরা তাঁদের হেফাজতে আছেন। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তাঁদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানা নিয়ে গঠিত শরীয়তপুর-২ আসনে একটি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন আছে। নির্বাচনে ১০ জন প্রার্থী অংশ নিয়েছেন। আসনের মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৩৬৬। ১৩৩টি কেন্দ্রের ৯০১টি কক্ষে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের বিরুদ্ধে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ শওকত আলী ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।